প্রতিষ্ঠা: | ষাটের দশকের সূচনায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় শহর রাজশাহীতে দুটি বালক ও একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ) ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভ করে শিক্ষা কার্যক্রম শুরু করলেও ভূমি সংক্রান্ত জটিলতার জন্য অপর বালক বিদ্যালয়টির যথাসময়ে কার্যক্রম শুরু করায় বিলম্ব ঘটে। অবশেষে ১৯৬৯ সালে টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর ল্যাবরেটরী হিসেবে আত্মপ্রকাশ গভঃ ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহীর। |
আয়তন: | ৫.৯৯ একর |
অবস্থান: | লক্ষ্মীপুর (কাজীহাটা), থানা-রাজপাড়া, ওয়ার্ড-০৮, রাজশাহী মহানগর |
শিক্ষক: | ২৭ (প্রধান শিক্ষক ০১, সহকারী প্রধান শিক্ষক ০১, সহকারী শিক্ষক/শিক্ষিকা ২৫) |
সহায়ক কর্মচারি: | ০২ (উচ্চমান সহকারী ০১, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১) |
সাধারণ কর্মচারি: | ০৫ (দারোয়ান ০১, দপ্তরী ০১, মালী ০১, নৈশ প্রহরী ০১, ঝাড়–দার/সুইপার ০১) |
ছাত্র সংখ্যা: | প্রায় ৮৫০ |
শ্রেণি: | তৃতীয় থেকে দশম শ্রেণী |
শাখা: | প্রতি শ্রেণীতে দু’টি করে শাখা- ক ও খ |
বিভাগ: | নবম শ্রেণীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে |
একাডেমিক ভবন: | ০২টি (কক্ষসংখ্যা ৪৩+৩ বা ৪৬টি) |
ছাত্রাবাস: | ০১টি (১৫টি কক্ষে ৭৫ জন ছাত্র থাকতে পারে) |
অন্যান্য ভবন: | প্রধান শিক্ষকের বাসভবন ০১টি, দারোয়ান কোয়াটার ০১টি,পাম্প হাউস ০১টি, জিমনেসিয়াম ০১টি, গ্যাস প্লান্ট ০১টি |
শিক্ষা সহায়ক সুবিধাদি : | লাইব্রেরি, ইনডোর গেমস এর জন্য কমনরুম, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, কম্পিউটার শিক্ষা ও উচ্চতর গণিত বিষয়ের পৃথক ল্যাবরেটরি, অডিটোরিয়াম, স্কাউট-ডেন, সাইকেল গ্যারেজ, ফুলের বাগান, খেলার মাঠ, সহশিক্ষাক্রমিক কার্যাবলী অনুষ্ঠানের ব্যবস্থা, নামাজ ঘর, টিফিন রুম ইত্যাদি |
প্রকাশনা: | বার্ষিকী, দেয়াল পত্রিকা, স্মৃতি স্মারক, অনিয়মিত পত্রিকা ইত্যাদি |
যোগাযোগ: | প্রধান শিক্ষক গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী পোস্ট কোড- ৬০০০ টেলিফোন (০৭২১) ৭৭২৩০৪মোবাইল : ০১৩০৯-১২৭০২৪ই-মেইল glhsr1969@gmail.com |
৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী